শনিবার, ১ মে, ২০২১

খুরশিদ আলম-এর কবিতা


 বিরহ

যারা দুঃখ পায় মাংসল ঠোঁট আর ঠোঁটের ভিতর বিরহ দেখে

সে আদতে একটি কৃষ্ণচূড়া গাছ লাল আছে শোভা আছে 

ডুবে যাওয়া পুরুষটিও জানে

 

নখের আঁচড়ে লেগে থাকা দাগ

তীব্র কোনও চিৎকারে ভেসে ওঠা বুদবুদ

 

ধ্বংস হতে যাওয়া নগর দেখে যারা কেঁদে ওঠে

তাদের কান্না কখনই আবহমান নয়

স্থির হতে জানে না --

অথবা আগুন কিভাবে পুড়ে যায় তার শেষ ছাইটুকু?

 

নদীতে জোয়ারভাটা দেখে

হোঁচট খাওয়া প্রেমিক ভাঙ্গন ভালোবাসে

1 টি মন্তব্য: