শনিবার, ১ মে, ২০২১

কাজল সেন-এর কবিতা


মন্দ বিদিশায়

আমার মন্দলাগায় ছিল না কারও কোনো অভিমান

ছিল না কারও কোনো পরিচর্যার আশ্বাস

যতটুকু যা ছিল ব্যস্ততা অলসতা

সে সবটুকুই ছিল আমার নিজস্ব বিশ্বাস অথবা অবিশ্বাস

 

অন্যরা যারা ছিল নিয়মরক্ষায়

অনিবার্যতার তদারকিতে ব্যক্তিগত শয্যায়

একটা চাঁদ ছিল তখন চাঁদের ভেতর

অনেক তারারা ছিল তারার ভেতর

ভালোলাগার অন্বেষণে ভালোবাসা ছিল প্রশস্ত রাস্তায়

আমি মন্দলাগার বিষণ্ণতায় ছিলাম আমার মন্দবাসায়

 

কিছুটা পথ এভাবেই হয়তো হেঁটে যাওয়া যায়

অনেকটা পথ এভাবেই সম্ভবত পেরিয়ে যাওয়া যায়

গন্তব্য কারও থাকে ছোট অথবা বড় হ্রস্ব অথবা দীর্ঘ

অহেতুক দ্যুতি আর অনর্থক জ্যোতি

যতটা যাবার অথবা যতটা যাওয়া যায়

তারপর কখন যেন পথ বেঁকে যায়

আমি আরও আরও নিমগ্ন হই মন্দবাসায়

দিশা হারাই আমি মন্দ বিদিশায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন