শনিবার, ১ মে, ২০২১

রেজাউদ্দিন স্টালিন-এর কবিতা


আত্মার আগুন

তোমার জীবনের সমস্ত বিষয় যদি

কবিতার উপজীব্য করি

আমার  সামান্য জীবনে 

যেটুকু কালির সঞ্চয়

তা দিয়ে দীর্ঘসূত্রী কাহিনীর সমাপ্তি হবে না- আর পৃথিবীতে সময় দুর্মূল্য

কত তুমিতো জানোই

 

সেই বৃদ্ধ মায়ের কথা ভাবো

তিনি সময়কে অতিক্রম করেছেন

অনেক আগেই

সারাদিন প্রার্থনার পাটিতে তোমার

কল্যাণ ছাড়া কিছুই চান না

এতোদূর নগরের অবাক পাথরে

তার আত্মার আগুন কোনোদিন ধ্বনিত হবে না

তবু সে বিলাপ শুনে কেঁদে ওঠে

ঝাড়বাতি   রেস্তোরা নগরভবন

হয়তো তুমিও কাঁদো তোমার গোপনে

আর তোমার স্বার্থপর বন্ধু আমি

জানি না কি করে ক্ষুদ্র কবিতার হাতে

তুলে দেবো বিশাল জীবন

 

আমাদের গলায় আত্মহত্যার দড়ি

টান টান বাঁধা

মাথার উপর ঘন হচ্ছে আনবিক মেঘ

মৃত্যুর ঢেউ এসে কেড়ে নিচ্ছে গ্রাম

যদি পারো এসে দেখো

এশিয়ার সবকটি ঘরে সন্ত্রাস নিত্যপণ্য

জীবনের এইসব টুকরো টুকরো ছবি

কবিতার কঠিন কোলাজ

ভালোবাসি বলে হৃদয়ের ক্ষতে ছিটাবো না নুনের চিৎকার

তবু সত্যের শাসন অমান্য করতে গিয়ে হাত কাঁপছে -ঠোঁট 

1 টি মন্তব্য: