নোয়ার নৌকা
পাইনবৃক্ষগুলির দীর্ঘ শরীরে বৃষ্টি ঝরে
যাচ্ছিল তীব্র বেগে, রাত্রির অন্ধকারে কিছু
দেখা যায় না, অনুভবে মনে হয়, এই
উপত্যকা ভেসে যাচ্ছে প্রচন্ড জলস্রোতে
পাহাড়ের গায়ে ছোট্ট কাঠের কেবিন,
বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টিভি চলছে না,
মোবাইলের নেটওয়ার্ক নেই, পরিপূর্ণ
বিচ্ছিন্নতার মধ্যে, অন্ধকারে দু-জনে
পরিপূর্ণ নির্জনতায় নোয়ার নৌকা বানানোর
পরিকল্পনা করছি, এই মহাপ্লাবন তো শেষ কথা নয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন