শনিবার, ১ মে, ২০২১

প্রাণজি বসাক-এর অণুগল্প


 ঠাণ্ডা হাত দুটো

আগরতলায় কুয়াশাবিমান উড়ছে না সকাল থেকে কলকাতায় নামল এক ঘণ্টা দেরীতে বোর্ডিং হল আমার পাশের সিটে এক কিশোর বালক হ্যালো-হাই হলে সে জানায় ওর বাবা বিএসএফে চাকরি করে ত্রিপুরা বর্ডারে পোস্টিং কয়েকদিন আগে আচমকা ওর বাবার ব্রেন হেমারেজ হয়েছিল এখন খানিকটা সুস্থ মাকে রেখে ফিরছে



কাল থেকে ওর স্কুল খুলছে ক্লাস এইটের ছাত্র , পড়ে কেন্দ্রীয় বিদ্যালয় ছাওলা ক্যাম্প দিল্লিতে কথায় কথায় গল্পে গল্পে জিজ্ঞেস করলাম ওর জন বন্ধু রয়েছে ডানহাতের আঙুল তুলে দেখালপাঁচজন বন্ধুরা সবাই দক্ষিণ ভারতীয় ছেলেটি ব্যাঙ্গালুরুর যদিও মাতৃভাষা কান্নাড় , তবে বলে হিংলিশ ।হাল্কা মেজাজে জিজ্ঞেস করিতোমার ক্লাসে কোনো বাঙালি ছাত্র নেই সে বলেহ্যাঁ আছে একটি মেয়ে, মিস গৌরী কুন্ডু



তাই ইউ মাস্ট টেল হার টু সিং রবীন্দ্র সঙ ওর কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত শুনে নেবে ইউ উইল এনজয়



আঙ্কল, শুনেছি একটি গান শোনায় মাঝে মাঝে গু নে নি ছোঁ য়া প্রা ণে ...



ভেঙে ভেঙে ওর নিজস্ব উচ্চারণে বলে



আঙ্কল, আমার হাত ধরে গানটি গায় ওর হাত দুটো ভেরী-ভেরী কোল্ড , বেজায় ঠাণ্ডা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন