বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা


 কবিতা (১৪৬)

এই উত্তরণে দেখি ছায়াপথ ঈষৎ ঝুঁকেছে

আর সেই পথে তুমি প্রতিমার মতো

তুমি, তুমি, তু্মি, তুমি, এবং খানিক আমিও

এবং উহারাও স্থির হয়ে আছে

আমাদের দৃষ্টির চুম্বক-ক্ষেত্রে তৈরি হওয়া দ্বীপ

ঝলমল আলোয় মাতোয়ারা হয়েছে যখন

ঠিক তক্ষুণি

এরকম বালি-ঝড় কে ওড়ালো, বলো !

#

কবির সঙ্গ আজ শেখালো শূন্যতা, নষ্টনীড়

অথচ তুমি বারবার দ্রিমি দ্রিমি গান গেয়ে গেছো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন