বুঝে নিতে হয়
টেনে নিয়ে যায় ভালবাসা
নদীটির দিকে
নদী তো বেগবতী নারী
আবেগেই ভাসায় দুকূল।
শৈবালদাম জড়িয়ে থাকে
যেসব নুড়ি পাথরে
ঝরনা তাদের পরিচ্ছন্ন রাখে
অবিরাম স্রোতধারায়।
পাহাড় অবিচল থাকে
প্রকৃত পুরুষ রূপে
কাঠিন্য বজায় রেখেও
উষ্ণতায় গলে যায় বরফ
শাসনের ভেতর নরম বিছানা।
ভালবাসা কোথায় থাকে
কোথায় থাকে না, আজও অজানা
শুধু হৃদয় দিয়ে বুঝে নিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন