সন্ত্রাস
চুক্তিতে নাব্যতার সর্ত ছিলনা বলেই এতো গর্জন
ছড়িয়ে পড়ে পাহাড় থেকে আদিবাসী গ্রামের অন্দরে
তুমিও চঞ্চল হতে পারো, শ্যামল খেত তছনছ হয়ে গেলে
#
আমার সাক্ষীর কোন দাম নেই, প্রাচীন বৃক্ষের থেকে
দু’একটি পাতা খসানো ছাড়া... এইসব সামান্য অঙ্কের হিসেব
সহজে মেলেনা।
পোকাকাটা পুথিপত্র মহাফেজখানায় জমিয়ে রেখেছেন মহানাগরিক
সব গবেষণা তাই আপাতত স্থগিত হয়ে গেলো
#
আশি লক্ষ চোখ আমায় ঝলসে দিচ্ছে
তোমার সমস্ত বই, দ্যাখো পুড়ে গেলো ক্রমে
#
আমরা দাঁড়িয়ে থাকি স্তব্ধ পাথরে
আমরা পা রাখি ছাই-মাখা পথে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন