সোমবার, ১ মার্চ, ২০২১

প্রাণজি বসাক-এর কবিতা


প্রতিবেদন 


কেউ কি কখনও অহংকারের মৃত্যু দেখেছে

অহংকারের গলায় দড়ি

অহংকারের এক্সিডেন্ট

অহংকারের ক্ষয়রোগ

অথবা নিতান্তই অহংকারের স্বাভাবিক মৃত্যু

অথচ মৃতের আত্মারা বেশ দেখে অহংকার
জানালায় মুখ রেখে
ব্যালকনির দোলনায়
সোফার নরম আহ্বানে
অথবা নিতান্তই লংড্রাইভের সূক্ষ্ম আয়োজনে

কেই-বা মৃত্যু চায়
অহংকারও চায় না
সে প্রতিবেশী - কিন্তু সে অমর

অহংকার দাহকার্যে পোড়ে না

অহংকার কবরে দফনে যায়  না 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন