সোমবার, ১ মার্চ, ২০২১

ফটিক চৌধুরী-র কবিতা




 মন

কাকে নিবিড় পাশে রাখব, কাকে রাখব না

কাকে অপার ভালোবাসব, কাকেই বা খারাপ

সেটা কি কেউ বলে যায় গোপনে গোপনে?

কখনো সঘন চোখ বলে দেয় অনেক কিছু

কখনো লাবণ্য মুখ কখনো ঠোঁটের কম্পণাঙ্ক।

 

ঘাসে ঘাসে ছোট নীল প্রজাপতি উড়ে বেড়ায়

আমরা তেমন করেই তো উন্মনা হই

প্রজাপতির মতো খুঁজে বেড়াই প্রেম।

 

রাই দিবানিশি খুঁজে বেড়ায় বাঁশির সুর

যমুনার তীরেই যেন তার অমোঘ টান।

 

তাহলে কি মনই বলে দেয় সবকিছু?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন