সোমবার, ১ মার্চ, ২০২১

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা


 প্রতিদিন জন্মদিন

আমাদের সবটাই আলোকিছু কিছু অন্ধকার

আমাদের সবটাই দৃষ্টিকিছু কিছু অন্ধত্ব

রক্তে আমাদের স্বাধীনতাতবু আজন্ম অধীন

             - এভাবেই বেঁচে আছি

মৃত্যু ওৎ পেতে আছে?

নাকি প্রতিদিনই বাঁচতে বাঁচতে মরে যাচ্ছি আমরা?

সেসব মৃত্যুভয় দুপায়ে দুমড়ে,

   সবটুকু আলোর জন্যে

       সর্বস্ব স্বাধীনতার জন্যে

আমাদের রোজ রোজ ভিন্নতর জন্ম নিতে হয়

প্রতিদিন আমাদের জন্মদিন,

তা না হলে প্রতিদিন শুধু মৃত্যুদিন!

তাইমৃত্যুকে অপেক্ষায় বসিয়ে

সোনালি মোমের ছুরিতে কেক কাটা কবে ভুলে গেছি;

ক্যালেন্ডারের কোনো বিশেষ তারিখে

আমার নামের পাশে আজ আর কোনো

সবিশেষ জন্মদিন নেই

1 টি মন্তব্য: