সোমবার, ১ মার্চ, ২০২১

গোলাম রসুল-এর কবিতা


 হাত

 আমি হাত খুললাম আর দরজা খুলে গেল

ভেতর থেকে পর্দা টানা মহাকাল আমি দেখলাম হোমার বই পড়ছে

জমানো পাখনায় উড়ে যাচ্ছিলাম
মাঠ নদী আর বন সমূহ
আমরা পরস্পর এক সঙ্গে উড়ছিলাম
উপরের ধূসর স্রোত
আর নৌকা হারানো  দাঁড়ের মতো
খুব সহজেই অনুমান করে নিতে পারি 

এখনো কেউ রোমান্টিকের মতো 

পৃথিবীকে এঁকে যাচ্ছে  

আকাশের পৃষ্ঠার পর পৃষ্ঠা

মৃত্যুর সরঞ্জাম আর সোনালি ধ্বংস
সমুদ্রের ধারে লবণের উজ্জ্বল আলো চিৎকার করে বলছে বাঁচাও
কানে পৌঁছনোর আগেই খসে খসে পড়ে যাচ্ছে যে সব শুকনো ধ্বনি

দুঃখ বোধের গৌরব নিয়ে কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম আধখানা চাঁদের মাথায়
রাত শেষ হয় আমাদের অস্তিত্বের মতো

আমাদের হাতের প্রতিধ্বনি হয়
আর  অজস্র হাতে ঠেলে নিয়ে যাই আকাশ

1 টি মন্তব্য: