সোমবার, ১ মার্চ, ২০২১

সাকিল আহমেদ-এর কবিতা


 প্রত্নকথা

নিজের মনকে গামছার মত নিংড়ে শুদ্ধ হতে চাই

যদি তুমি বলো...

 

পাহাড়ি কাঁকড়া বিছের মত কামড় দিতে চাই গভীর সত্যে

ফুলের রেপ্লিকা দেখে কী লাভ যদি ফুল হতে না পারি ?

জন্মান্তর ভুলে এই ঘাস ফড়িং জীবন অনুবাদের 

ভাষা বোঝে...

নিজের মনকে গামছার মত নিংড়ে ফেলতে চাই

যদি তুমি বলো...

সমুদ্রের গভীরতা কি বোঝে ভাসমান নৌকা ?

আমি ভাসতে ভাসতে কোন একটা দিন ভালবাসার কাছে পৌঁছে যাব,

        সেদিন তোমার দুচোখ জুড়ে প্রত্ন কথা শোনাবে নীরবঅশ্রু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন