সান্ধ্য-অনুরাগ
ঝাউপাতার মন-উচাটন
সুর বেহাগের সান্ধ্য-অনুরাগ
সেতারের তারে ভিজেছে শান্ত বাতাস!
ঘুমঘোরে ঝাউপাতা শোনে সুর-অনুরণন
যারা জানে, তারা জানে;
প্রবালদ্বীপের ঢেউ কখন আছড়ে পড়ে বুকে
কেউ তারস্বরে চেঁচায়, ভাঙ্গে জীবনের সুর
মায়ামুগ্ধ ফুলের প্রজাপতি ওড়ায়!
ঝাউপাতা জানে, সব জানে;
পরিত্যক্ত জাহাজ চন্দ্রাহত ভেসে যায় দুরে
নুপূর ছন্দ তোলে, সেতারে বিষাদ সান্ধ্য-বেহাগ
বৃথাই খোঁজা ভেজাঘাসে শিউলীর সুবাস!
ঝাউপাতা তবু মুগ্ধ-অনুরাগে
মায়াচোখে নক্ষত্রের আকাশ খোঁজে
অবারিত পৃথিবী আদ্র ভালবাসায় গলে গলে
রাতভর ঝরে অমলিন স্বপ্নসুখে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন