সোমবার, ১ মার্চ, ২০২১

হাইকেল হাশমী-র কবিতা

প্রতিশ্রুতি


তুমি তো বলে ছিলে

দিগন্তের ওই প্রান্ত থেকে

উষার অরুণ রং কুড়িয়ে শীঘ্রই ফিরে আসবে।

তুমি তো বলেছিলে

মনের অনুর্বর মাটিতে

উজ্জ্বল আলোর ফসল ফলাবে।

তুমি তো বলেছিলে

মনের তিমির অন্ধকার পরিবেশে

চাঁদের নরম আলোর কিরণ ছড়াবে।

তুমি তো বলেছিলে

কল্পনার অসীম সীমানাকে

সোনালি তারা দিয়ে সাজাবে।

এখন তুমি নিজেই অন্ধকারে হারিয়ে গেলে

আর আমি আজো তোমার স্মৃতির জ্যোতি নিয়ে

বসে আছি তোমার অপেক্ষায়

জানি না তুমি কবে আসবে!

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন