শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 

বাইসন

 

ছবি ছিঁড়ে বাইসন ছুটে যাচ্ছে ঊর্ধ্বশ্বাস

বাঁকানো শিং, চকচকে শরীর, উত্তাল পেশির তীব্র

বাইসন ছুটে যাচ্ছে

বড়ো দীর্ঘ এরিনা, উঁচুতে সার সার গ্যালারি

লোকজন, কিছু মহামান্য ব্যক্তিও

আমার হাতে লাল কাপড়

হাততালি উল্লাস অথবা চকিত

আমি ছুটে যাচ্ছি, ছুটে, এগিয়ে, কোনো না কোনো ভাবে

মেলে ধরছি লাল জামা

ক্রুদ্ধ চোখ, বাঁকানো শিং, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে

যে করেই হোক ওর পিঠে চড়তে হবে

 

বাইসনের পিঠে যে চড়েনি সে বুঝবে না

ব্যাপারটা কতটা দালির কতটা পিকাসোর কতটা

আমার

 

এখন আমার বুক থেকে পিঠ থেকে কাঁধ থেকে

ছুটে বেরোচ্ছে অজস্র বাইসন

 

 

 

                                                    (কাব্যগ্রন্থঃ জবরদখল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন