শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 


রাখিবন্ধনের মতো

 

পথের অতীতে ফিরে যাই, যেখানে জন্মের পিছনে জন্ম

খেলা করে, তার পিছনে আরেক জন্ম, কিছু অযথা হত্যাও

কি দেখা যায় না, যায় তো, কে যে হত্যা হল কেনই-বা

হল, কিছুই বোঝা যায় না, শুধু রক্ত গড়িয়ে যাচ্ছে পথে

এরকম একটি রক্তের সুতো বা সুতোর মতো রক্ত তুমি

কুড়িয়ে নাও, কেমন চটচটে, রাখিবন্ধনের মতো জড়িয়ে

যায় হাতে, যেন আর কিছুতে ছেড়ে যাবে না তোমাকে

তুমি, মানে সেই ভাই অথবা বোন, অথবা কোনো পশু বা পাখি

 

 

 

                                                   (কাব্যগ্রন্থঃ ছায়াপুরাণ)

         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন