মেধাবিনী
যদি হও প্রখর মেধাবিনী, তবেই ভালোবাসা চমৎকার বোঝো
বোঝো মানে উপলব্ধি করতে পারো, হৃদয়ের মতো বুদ্ধিতেও শান
দেওয়া অধিক প্রয়োজন, তবেই তো বুঝতে পারা কোথায় তাল
দেওয়া আর কোথায় তাল দেওয়া নয়, কোথায় মেনে নেওয়া আর
কোথায় মেনে নেওয়া নয়, প্রেম বলো আর ভালোবাসা বলো
পুরোটাই পারস্পরিক, এক হাতে তালি বাজে না, তবে শুধুমাত্র
ভালোবাসতে-বাসতেই মানুষ কত যে স্বার্থত্যাগ করে, ফুটিয়ে তোলে
অফুরন্ত সুন্দরের ঐশ্বর্য সাজানো পরিপাটি, কিছু-বা এবড়োখেবড়ো
মানবিক সকাল
(কাব্যগ্রন্থঃ কপিলা ও পিতৃতন্ত্র)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন