নবীন, ভালোবাসা
কত কিছু ভেঙে যাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সংগীত, পিরিচ,
পিরিত ভেঙে যাওয়ার মতোই মনে হয়, কৃষ্ণ রাধার পিরিত কি ভেঙে যায়নি
অচিরেই, অথবা কিছুই ভাঙে না, সবই থেকে যায় অক্ষত অম্লান
নবীন, ভালোবাসা কাকে বলে এই প্রশ্নের সমাধান অতএব চাওয়ারও
কোনো মানে হয় না, কেননা হিমেল গাছের থেকে যে পাতা ঝরে পড়ে
প্রেমিকপ্রেমিকার শরীরে, তাতে তাদের মৃতদেহের আচ্ছাদন খুব ভালো হয়
কিন্তু বেঁচে থাকাকে কোনোভাবে বাঁচানো যায় না, বেঁচে থাকা আরো কিছু
শুশ্রূষা প্রার্থনা করে, বেঁচে থাকার অনুযোগ নানাপ্রকার, নানান আকারে
ইঙ্গিতে সে বলে, বাঁচাও বাঁচাও জীবনের হৃদস্পন্দন যেন কোনোদিনও
না বন্ধ হয়, বেঁচে থাক সন্তানসন্ততি, তাদের শিল্পবোধ ও প্রেরণা অবিচ্ছেদ্য
(কাব্যগ্রন্থঃ আছে, এত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন