শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 


জাদুকর

 

মোম গলে যায়, মোমের গভীরে যে হৃদয় তাও ধীরে ধীরে গলে

যেতে থাকে, রচক রচনা যুগপৎ শিহরিত হয়, প্রতিটি

ঘামের ফোঁটায় জেগে থাকে মানুষের শ্রম সংগ্রামের জাগ্রত

কাহিনি, কাহিনি বললাম বটে, কিন্তু কাহিনি নয়, তো বাস্তব,

জাদুকর জাদু দেখালে কাহিনি বাস্তবের অদলবদল ঘটে

জলপাত্রের থেকে বেরিয়ে আসতে থাকে অবিশ্রাম জল, তেষ্টা

মেটে না, এত জল কোথা থেকে এল, এত জল কোথা চলে

যায়, জানি না, বুঝতেই পারি না, শুধু চোখের জলে কোথাও

সমুদ্রের লোনা স্বাদ শুশ্রূষা লেগে থাকে, ধিকিধিকি আগুন

 

 

 

                                                  (কাব্যগ্রন্থঃ কিছুদিন, তবেই)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন