শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 


হয়, তা কি

 

এই শুয়ে থাকা, মৃত্যুর কাছাকাছি, জীবনের অন্তিম

পর্যায়, দ্বিতীয় পর্যায়ও বলা যেতে পারে, কেননা এই

দ্বিতীয় পর্যায়ে কোনো বৈষয়িক টান নেই, হিসেব

ব্যাপারটাই অন্তর্হিত, শুধু এক নির্লিপ্ত ভালোবাসা

ভালোবাসা কী করে নির্লিপ্ত হয়, তা কি সম্ভব,

সম্ভব, এখন ভালোবাসা মানে সবটাই মঙ্গল

চাওয়া, অন্যের ভালো হোক, সবাই ভালো থাকুক

এই এক সূক্ষ্ম উৎক্ষেপ হৃদয়ের মধ্য থেকে ধ্বনিত হয়

 

 

 

 

                                            (কাব্যগ্রন্থঃ কোমা, অন্তিম পর্যায়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন