শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন


 বাঁচে, গতি

 

ভালোবেসে ফেলেছি তো কী এমন অপরাধ করেছি বলো

নবীন নবীনার কাছে তো বয়সের সুসমাচার, একে

স্বীকার করো, স্বীকার করা ছাড়া গতি নেই

নিয়মই-বা কী, রীতিনীতিই-বা কী, সমাজই বা কী

ভালোবাসা তো ভালোবাসাই, একে তো তুমি কোনোভাবেই

ঘৃণার সঙ্গে গুলিয়ে ফেলতে পারবে না

মানুষ সেইভাবেই বাঁচুক যেভাবে বাঁচতে তার পছন্দ

মানুষ যদি মানুষের মতো বাঁচে, মানুষের মতো ভালোবাসে

তার থেকে উৎকৃষ্ট আর কিছু তো নেই

 

 

                                                              (কাব্যগ্রন্থঃ প্রেম পদাবলি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন