যাবে, কেন
যেতে তো হবেই, জানি, তবু যেতে দেবো না
কেননা তোমাকে ভালো করে চেনাই হল না
কেননা আমাদের ভালো করে চেনার সুযোগই
পেলে না তুমি, মনে রেখো গোটা পৃথিবীটাই
তোমার জন্মভূমি, এই জন্মভূমি প্রত্যেকের যেমন
তোমাকে, তেমনি প্রত্যেককে তোমারও চিনে নেবার
অধিকার আছে, অবশ্য এও ঠিক যে, অধিকার
থাকলেই সেটা সবসময় সম্ভব হবে, তা নাও
হতে পারে, না-হওয়াটাই স্বাভাবিক, এই
এতো বড়ো পৃথিবীটার প্রত্যেককে চিনে নেওয়াটা
শেষপর্যন্ত যদি না-ই হয়, চেষ্টা করতে দোষ কী
(কাব্যগ্রন্থঃ বেঁচে, বর্তে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন