শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 


শূন্যময়

 

অসীম শূন্যের মধ্যে অসংখ্য মায়ের সাদা কালো শিশুরা

                              নড়ে ওঠে, নেমে আসতে থাকে।

তাদের নিষ্পাপ মুখের হাসি আমরা আরো কতকাল পেতে পারি

এই গবেষণা না করলেও চলবে, আপাতত তাদের বড়ো হয়ে ওঠা

দরকার, দরকার প্রশিক্ষণ, হাঁটি হাঁটি পা পা করার আগেই আজ

তারা উড়তে শিখেছে ডানাহীন, চারপাশে অদৃশ্য মায়েদের

হাতগুলি থেমে থেমে তালি দিয়ে ওঠে।

 

 

 

                                                (কাব্যগ্রন্থঃ গ্যাব্রিয়েল, বলো)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন