শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন


 আমার মা

 

আমি একইসঙ্গে বাঙালি আন্তর্জাতিক

কথাখানি বলে দেখলাম বুকের মধ্যে কীরকম

টনটন করে উঠল। আমেরিকার কানাডা।

এই কফিহাউসে সমস্ত কবি সাহিত্যিকদের আড্ডা।

সেদিন এক সাহেব এক নিগ্রো বন্ধুকে

বলছিলাম, আমি একইসঙ্গে বাঙালি আন্তর্জাতিক

বলার সঙ্গে সঙ্গে মনে হল বুকের মধ্যে কে যেন

কেঁদে উঠল, কে যেন বাচ্চাছেলেদের মতো অনবরত

ঝাঁপাই ঝুরতে লাগল

অনেকদিন দূরে আছি মা, অনেকদিন তোর মুখ দেখিনি।

 

 

 

                                                (কাব্যগ্রন্থঃ আলপিননামা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন