বিষফল
ইতস্তত ছড়িয়ে রয়েছে চিঠি, নীল খাম
তোমাদের ভালোবাসা একদিন মুগ্ধ করেছিল
আজ অভিশাপ ঝরছে
সিঁড়িতে উঠতে গিয়ে টলে পড়ি ––– গড়িয়ে যাই
একেবারে পদতলে –––
তোমাদের অনিবার্য ডাস্টবিন!
এই তো জীবন ––– দিগন্ত বিস্তৃত লাল জামা
মেঝেয় ছড়িয়ে রয়েছে কয়েকটি বিষফল
ওই ফল তোমরা খেয়ো না
যদি খাও আমি ভয়ানক খেপে যাব
ভ্রষ্ট মূল ধরে নেমে যাব নীচে, আরো নীচে
(কাব্যগ্রন্থঃ কৃষ্ণগহ্বর)
পড়ি বারবার নির্বাচিত কবিকে পড়ি ভালো লাগা কবি নাসের দার পড়ি। ঐতো নাসেরদা আমাদের অহংকার।
উত্তরমুছুন