ফেটে যাওয়া গ্রহ
একটা মাঝ-বরাবর ফেটে যাওয়া গ্রহের মধ্যে
নেমে যাচ্ছি অদ্ভুত এক মহাকাশযানের সওয়ার হয়ে
গ্রহের ভিতরটা এমনই যে মনে হচ্ছে অজস্র সরু-সরু
রক্তনালি বা স্নায়ুকোষ দপ-দপ করে কেঁপে উঠছে
চমকে না গিয়ে তবু নামছি, গ্রহটির স্মৃতির মধ্যে
অবতরণ করবার চেষ্টা করছি, কিন্তু কোনো একটাও
স্থির জায়গা পাচ্ছি না যে ধীরে-সুস্থে অবতরণ
করবো, কোথাও কোনো আওয়াজ নেই, বধির হয়ে আছে সবকিছু।
(কাব্যগ্রন্থঃ ফেটে যাওয়া গ্রহ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন