শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 

রমণী-শিব

 

এক যুবতির চুলের উপরে কে রাখলো কে চাঁদ

বাঁকা চাঁদের ওই যে ধারালো মসৃণ কথাখানি

তার শাড়িতে কে রেখেছে আজ অপরূপ কারুকাজ

কে বদলেছে শেমিজের রং বল্ দেখি তোরা বল্

এক যুবতির দু-দিকে ছড়ানো পাঁচ-পাঁচ দশ হাত

ওই হাতেরই কাঁকন-বলয় ঠিকরে দিচ্ছে আলো

ঠোঁটের নিমেষে লুকোনো রয়েছে কোন্ জাদুকরী হাসি

আকাশের নীচে এই বহুরূপা কোথা থেকে এল বল্।

 

 

 

                                    (কাব্যগ্রন্থঃ ছায়ালহরি সিরিজ অন্যান্য কবিতা) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন