শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 



মেটামরফসিস
 
ভেজা মাটি অর্থাৎ একতাল কাদারও মেটামরফসিস
ঘটানো যায়, তা তো আমরা সকলেই জানি, সকল দেশেই
কুমোর আছেন, তিনি কাদা দিয়ে এমন সব ম্যাজিক
ঘটান, যা দেখে আমাদের প্রত্যেকের চক্ষু চড়কগাছ
 
না হয়ে উপায় থাকে না, মনে রাখতে হবে এই জগৎ
সম্পর্কে যতক্ষণ মানুষের বিস্ময়বোধ আছে ততক্ষণ সে
বেঁচে আছে, বিস্ময়বোধ আছে বলেই আছে আবিষ্কারের
স্পৃহা, আবিষ্কারের স্পৃহা মানেই রহস্য-ভেদ করার ইচ্ছা।
 
 
 

                                (কাব্যগ্রন্থঃ মিশে থাকা দৃশ্য সিরিজের কবিতা)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন