প্রাণ
হিসেব করে অনেককিছুই করা যায়, আবার এও তো
ঠিক যে, হিসেব করে অনেককিছুই করা সম্ভব নয়,
তাহলে ওই যে তুমি তখন বলেছিলে আজ এগারোটায়
সমস্ত অবশ্যই এসে পৌঁছবে ওয়েলিংটন, তা কি তুমি
পারলে, না পারোনি, তুমি এখন একটা বাচ্চাদের
ক্লাবে গিয়ে আঁকা ও লেখা পরিচালনা করছো
তোমার খেয়ালই ছিল না এগারোটায় সেখানেও
যেতে হবে তোমায়, তুমি বাচ্চাদের কথাই ভেবেছো
বলে আমার একবিন্দু বিরক্তি হয়নি, সঙ্গে সঙ্গে
ট্যাক্সি নিয়ে সোজা তোমার অনুষ্ঠানে, কিন্তু দেখা
করিনি, শুধু প্রাণভরে দেখলাম শিশুদের মাঝখানে তোমার বাঁচা।
(কাব্যগ্রন্থঃ এগারো লাইনের কবিতা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন