শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 


পেরেক

 

মাতা মেরি তাঁর মৃত পুত্র জেসাস-এর দেহ কোলের উপর

শুইয়ে পর্যবেক্ষণ করছেন এক অতুল আবেশে, দেখছেন

ছেলেটা কত বড়ো হয়েছিল, একমুখ দাড়ি নিয়ে তবু

এমনভাবে রয়েছে যেন এখনি ঘুম থেকে উঠে বলবে, কোথাও

কোনো অঘটন হয়নি মা, সব কিছু ঠিকঠাক আছে

জেসাস-এর দুই হাতে দুই পায়ে এবং সারা শরীরে

আঘাতের চিহ্ন, নির্মম সে আঘাত, তবু তাঁর মুখের মধ্যে

কোনো হিংসার ছাপ নেই, সমস্ত মুখ ভালোবাসায় ভরা

তাঁর মায়ের মুখেও যেন ঠিক সে-রকমই, নিপাট করুণা

যদিও হৃৎপিন্ডে গেঁথে আছে অনেকগুলো পেরেক, দামামা

 

 

 

                                               (কাব্যগ্রন্থঃ শো-কেস)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন