শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নাসের হোসেন

 


বাতিল

 

প্রতিমুহূর্তে কতকিছু বাতিল হয়ে যাচ্ছে, পৃথিবীতে

যা কিছু দরকার লাগে না, বাতিল হয়ে যায়

কিন্তু মানুষ বাতিল হয় না, প্রতিটি মানুষেরই প্রয়োজন

আছে, প্রত্যেকেই তার নিজস্ব অস্তিত্ব নিয়ে একটা কিছু

করার চেষ্টা করে যাচ্ছে, তুমি যদি ভেবে থাকো সে-কাজ

কাজে লাগবে না, ভুল ভেবেছো, সে-কাজও কাজে

লাগবে, কেননা প্রতিটি মানুষের মধ্যে কোথাও-না-কোথাও

মঙ্গলবোধ কাজ করে, সুতরাং প্রত্যেকটা অস্তিত্বই মূল্যবান।

 

 

 

                                        (কাব্যগ্রন্থঃ কথা আছে, ধ্বনিও আছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন