একটা সময় পেরিয়ে গেলেই আর একটা সময় কাদম্বিনী দৌড়ে নামে জলে
জলের কাছে প্রাণ রেখে সে মৃত্যু আনে তুলে তীরে তখন চিতাকাঠের মেলা
সাজিয়ে বসে থাকি আমরা ক'জন
প্রমাণ চাওয়া সমাজ শুধু অন্ধকারে
আলোর স্বরভক্তি খুঁজে ফেরে
বিপ্রতীপে শুধুই মেঘলা আকাশ
সূর্যবিহীন দিনের সংকোচনে রাত্রি আনে
বলো কাদম্বিনী, কেমন করে বাঁচবে তুমি
স্বামীর ঘরে এবং বাপের ঘরে?

চমৎকার কবিতা।
উত্তরমুছুন