রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শিশির আজম-এর কবিতা

একুশ

'একুশের ওপর কেন তোমার এতোটা বিশ্বাস,' জিগ্যেস করলাম সুকান্তকে
সুকান্ত
সুকান্ত ভট্টাচার্য
আমার বন্ধু,
'একুশের ওপর কেন তোমার এতো প্যাশান কোলাজ নির্ভরতা?'

'একুশ এক নিষ্কলঙ্ক সকাল,' বললো সুকান্ত,
শুরুরও শুরু আছে
কিন্তু একুশ থেকেই তো আমাদের  সত্যিকার নিজেকে চেনা
নিজের দিকে ফেরা
আর অন্ধকার বিস্ময়ের তন্দ্রা মুছে একুশ এক গণগনে তারুণ্য
এক আগ্নেয়গিরি
এক সূর্য
বিপুল তরঙ্গে সব হিংসা কলুষ কীটনাশকের শিশি ধুয়ে
ভাসিয়ে নিয়ে যায়
কেবল রয়ে যায় বিনোদিনী দাসীর হারিয়ে যাওয়া আংটি
কৃষ্ণচূড়া ফুলের রক্ত
কল্যাণ
আর হ্যাঁ ভাল করে দেখো তোমার ভেতরেই একুশ
আছে হয় তো।'

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন