আঁতোনা আর্তো
কবিদের তুলে ধরা হাতে
কবিদের তুলে ধরা হাতে জীবন্ত অ্যাসিড কম্পমান।
প্রাণের দেবতা জ্ঞানে পূজ্য আকাশ সুদৃঢ়ভাবে
দাঁড়িয়ে আছেন সারিবদ্ধ,
সাজানো টেবিলগুলোর উপর।
কৃশকায় উপস্থের বরফ শীতল জিহ্বা লেহন করে
স্থানান্তরিত আকাশের ফেলে রাখা ছিদ্র,
পরিত্যক্ত শূন্যস্থান।
মাটি ভরিয়ে তুলেছে আত্মাদের বিষ্ঠা
আর যৌন আবেদন সম্পন্ন মেয়েরা;
সেইসব মেয়েদের শবদেহ খুলে ফেলে
তাদের মমির আবরণ।
[আতোঁনা আর্তো ১৮৯৬ সালের ৪ই অক্টোবর ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি,অভিনেতা, নাট্যপরিচালক।তাঁর লেখক জীবন শুরু হয় ১৯২৩ সালে।তিনি স্যুরিয়ালিস্ট আন্দোলনের একজন প্রধান সৈনিক ছিলেন। তিনি তাঁর লেখালেখির মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন স্বপ্নজগৎ ও অবচেতনের প্রকাশ ভঙ্গিমাকে।]


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন