রতন থিয়াম ও মানুষের গল্প
জমাট ঠাণ্ডায় জনবিরল কুয়াশাচ্ছন্ন ইন্ডিয়া গেট —
পায়রার ডানা শুভ প্রভাত ঘোষণা করল।
বিশেষভাবে পরিচিত একজন থিয়েটার পার্সনালিটি
রতন থিয়াম। স্থানীয় প্রসঙ্গ, ক্লাসিকাল মণিপুরি
নৃত্য, প্রচলিত মণিপুরি পোশাক পরিহিত নর-নারী,
ট্রাইবাল মার্শাল আর্ট সমৃদ্ধ থিয়াম-এর নাটকগুলি
জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। দিল্লির স্কুল অফ ড্রামা —
থিয়েটার ফেস্টিভাল-এ ওঁর সম্প্রতি প্রচারিত নাটক
‘নাইন হিলস্, ওয়ান ভ্যালি’ — নিস্তবদ্ধ পাহাড়
চিরে ভায়োলেন্স প্রাসঙ্গিক উপত্যকায় মানুষের
গল্প শোনায়…
একজন মানুষ নিজের শিল্প গুনে মিথ হয়ে উঠেছেন সেই মিথ নিয়ে লেখা কবিতা খুব সুন্দর । সাহসী পদক্ষেপ
উত্তরমুছুনঅনবদ্য প্রকাশ
উত্তরমুছুনপ্রাসঙ্গিক কবিতা।
উত্তরমুছুন