একটা সবুজ তরুণী গাছ
এইমাত্র ঝড়ে পড়ে গেল।
বিধ্বস্ত লাঞ্ছিত হয়ে সে শুয়ে আছে।
তার শাখায় সবে কুঁড়ি এসেছিল
প্রজাপতি মৌমাছি তারা সব
আশ্রয় নিয়েছিল ডালে ডালে; পরম যত্নে
তাদের সঙ্গে কথা বলত তরুণী সারারাত —
ক্লান্ত শরীরে এক সময় ঘুমিয়ে পড়েছিল।
আর সেই অন্ধকার ফাঁকে এক বা একাধিক
রাতজাগা শকুন এসে বসল অচেতন ডালে।
প্রথমে নখ, তারপর ঠোঁট চেপে বসল
গাছের নরম শরীরে; রক্ত ঝরল খুব —
কণ্ঠার হাড় ভেঙে গেল; ‘রক্তফেনা মুখে’
শ্বাসবন্ধ হয়ে তরুণী গাছকে ওরা
মেরে ফেলল ভোর রাতে! পরদিন সকালে
ধেড়ে ইঁদুরেরা ছুটে এল, ছুটে এল প্রবীণ শকুন
সমবেত মিটিং হল অকুস্থলে! প্রমাণ লোপ।
তারপর ধেয়ে এল ভয়ানক ঘূর্ণিঝড় —
প্রতিবাদ প্রতিরোধ! মধ্যরাতের রাজপথ
দখল নিল দেশের সব গাছেরা —
ধিক্কার ধ্বনিতে ভরে উঠেছে আকাশ বাতাস!
শাসকের দলতন্ত্রের শিকড় উপড়ে ফেলে
তারা সুবিচার চাইছে! চাইছে জাস্টিস!
আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই দুই সম্পাদক মহাশয়াকে।
উত্তরমুছুন