আপেল গাছের নিচে ঘুমিয়ে আছো তুমি
ঝাঁপিয়ে পড়ে রিংটোন, শিস।
কয়েক দফা বৃষ্টি শেষে যখন
তখন শিবিরে শিবিরে কারফিউ
সিডিউল
সিডিউল বদলে যায়।
মাঝনদীতে দুলে ওঠে নৌকা।
বলি,ব্যস্ত শহরের কথা।
সব পুরোনো ভুলে গিয়ে রক্তের অসুখ নিয়ে
কার্নিশ
পাখিরা কাচের পেয়ালায় চা খায়।
পাখিরা কার্নিশে বসে বৃষ্টি দেখে।
দুপুর গড়িয়ে যায়।
হামাগুড়ি গড়িয়ে যায়।
বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন