অস্থায়ী অস্তিত্ব
স্রোতের বুক থেকে আমি জল নিংড়ে নিয়েছি
তারপরেও দেখি, পলি পড়ে আছে
পাহাড়ি হৃদয় থেকে অরণ্যকে ছেঁটে দিয়েছি
আগাছারা তবু দিব্যি রোদ খাচ্ছে
বাবুইয়ের মুখ থেকে খড়কুটো কেড়ে নিয়েছি
কোত্থেকে কাশবনের আঁশ তুলে এনেছে
মেঘলা আকাশ থেকে কুয়াশা ধরে পকেটে রেখেছি
দিন তবু কেন জানি কালো হয়ে আছে
তোমার গা থেকে ভালবাসার চাদরটা সরাতে গেছি
দেখি, শ্মশানে আমারই শব জ্বালানির পথ চেয়ে আছে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন