শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

রোশনি ইসলাম-এর কবিতা


আবারও দেখা হবে

দ্রুত হেঁটে চলেছি

নাচের ক্লাস সেরে 

মুক্ত আলোয় করমর্দন

আবারও দেখা হবে।  


সারি সারি পাথরের চাঁই

সাজানো স্বপ্নময় উপত্যকা।

রুটি-মাখন ফলের রস

সকালের আলোয়

ভেসে যায় নৌকা

             অন্তহীন।


৫টি মন্তব্য:

  1. পরিমিত ও সুন্দর! - সমরেন্দ্র বিশ্বাস।

    উত্তরমুছুন
  2. সৌমিত্র চক্রবর্তী৩০ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৪৪ PM

    দেখা হবে ... স্বপ্নময় উপত্যকায় ... মনছোঁয়া কবিতা।

    উত্তরমুছুন
  3. কবিতাটির অবয়ব চমৎকার।অনন্য উপমা, নৌকা অন্তহীন।

    উত্তরমুছুন
  4. কবিতাটি ভালো লাগলো। শুভেচ্ছা

    উত্তরমুছুন