কলম্বাসের জাহাজ
‘জাহাজ ভাসিয়ে নিয়ে চলো –
সামনেই স্থলভূমি, মানুষের আকাঙ্খিত মাটি।’
পৃথিবীর চোখে ভাসে দিকহীন সমুদ্রের নীল
অবিরাম ফেটে যায় সময়ের ফেনা
অনাহার শিঙা ফোঁকে জাহাজের ডেকে
প্রিয়তম সহযাত্রী হতাশায় বিরোধ সানায়
‘তবু নয় থেমে থাকা, নয় পিছু ফেরা –
জাহাজ ভাসিয়ে নিয়ে চলো –
সামনেই স্থলভূমি, মানুষের প্রিয়তম মাটি।’
ইতিহাস জানে কি, কে এই কলম্বাস?
হে মানুষ, দৃঢ় ভাবে স্থির ধরে থাকো,
দিশাহীন অন্ধকারে কলম্বাস হয়ে যাক্ তোমার বিশ্বাস!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন