মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা

বনসীমতলা

এই পথে হেঁটে যেতে যেতে থামি
মনে হয় এ যেন অন্য কোনও পথ
মনে হয় তুমি যেন দেখছ আমাকে দূর থেকে
অথচ আমি তোমাকে পাচ্ছি না খুঁজে!
ঘাটের দুইপাশে মায়ালু বনফুল গাছ
দুলে দুলে শান্তি দিচ্ছে যেন আমার তর্পণে
আমি ছুঁতে চাইছি তোমাকে এই পথে
আমার স্পর্শবিন্দু ক্রমশ অসাড় হয়ে যায়।
এই পথে কতোবার এসেছি একাকী আমি
কখনও ভেবেছি তুমি আছো ওই মাধবপুরে
নদীসাঁকো পেরোলেই জড়িয়ে ধরব তোমায়
আগুনের স্পর্শ আমাকে ঘুম এনে দেবে।
এই পথে যেতে যেতে থেমে ভাবি আমি
এপথ অন্য কোনও পথ
এপথে তোমার হাত ধরে এসেছি কতোবার শেষরাতে
আজও বনসীমতলাঘাটে বসে তোমার ফেরার পথ চেয়ে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন