মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

অলোক বিশ্বাস-এর কবিতা

পুলিশ ও পাখি

অধিক রাতে রাষ্ট্র ঘোষিত রাজনৈতিক অপরাধীকে না পেয়ে, পোষা পাখিকে পুলিশ তুলে নিয়ে যায়। খাঁচাবন্দী পাখির দু'পায়ে ছিল ক্ষুদ্রাতিক্ষুদ্র অলঙ্কার এবং পাখি ছিল শিল্পীত শ্রুতিধর। সারারাত পুলিশেরা পাখির পায়ের অলঙ্কার খোলা নিয়ে যা যা কথা বলেছিল প্রতিটি শব্দ পাখি শুনেছে কান খাঁড়া ক'রে। ভোর রাতে পুলিশেরা নেশাগ্রস্ত ঘুমে আচ্ছন্ন থাকিবার কালে কী কৌশলে পাখি উধাও হয়ে গেছে। 

1 টি মন্তব্য: