মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বিদিশা সরকার-এর কবিতা

কিছু রং দিও

তোমার চোটের অজুহাত থেকে তুলে নিলাম আতর মাখানো রুমাল। কিছু তো থেকেই যায়। যেমন সাবান সংক্রান্ত বিজ্ঞাপন।

বিজ্ঞাপনের দাম্পত্য থেকে টুকে পাস করা রেবতী নদীটি পদবী মুছে দিয়ে নামসর্বস্ব।

জজকোর্টের সামনে জলের দামে বিক্রি হচ্ছে রুদ্রাক্ষের মালা আর বিবাহ বিচ্ছেদ। প্রত্যেকেই সম্পর্ক নিয়ে চিন্তিত। সম্পর্কের মেয়াদ বিষয়ে। মিশরের পিরামিডের মতন স্মৃতির ফলক থেকে চোখ সরালো দূরবীন। তারপর আকাশ বিষয়ে কিছু বলা সমীচীন নয়।আলোর উপলক্ষ্য রাতকে কী অনায়াসে দিন বানিয়ে দেয়। তোমার না জানা র়ংগুলোকেও। তার থেকে কিছু রং দিও। যত্নের লালনে ধুলো পড়ে না। শুধু দেয়াল লিখনের রংগুলো বাদে।

 

এই তরল প্রপাত বিষয়ে

এই তরল প্রপাত বিষয়ে ধারাবাহিক হতে হতে 

ঝর্ণা কলম হলাম

যদিও উপত্যকা বিষয়ে নীরবতা উর্ধতনের সদিচ্ছা


টুরিস্ট লজের বারান্দায় আলোছায়া

তোমার স্বীকৃত ভেজা তোয়ালের মতো শরীরী আতর 


ক্রমশ অবশ হয়ে যেতে যেতে 

একলা পথগুলো চৌমাথায় দাঁড়িয়ে

বাজার দর বিষয়ে কিছু আলোচনা বন্ধ করে দিয়েছিল

সেই উৎসমুখ 


দোয়াতের ভিতরে সেই নীল সভ্যতা

ইতিহাসের পাতায়

এখনও খুব রাতে শোনা যায়

বুটের শব্দ

বশ্যতার চাবুকে প্রপাতের মুজরা 


আপাতত ওরা সেই উৎসবমুখর সন্ধানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন