মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা


কোপনপ্রকৃতি

খাদ আর ফাঁদ

         তৈরি করি বলেই বিবাদ,

            বিবাদেরও রয়েছে নীল ঝুঁটি!

টুঁটি চেপে ধরতে চাই

            টিয়াহীরামন  চন্দনার

কাকাতুয়া হতে পারছিনে--

           গানে গানে ভরিয়ে তুলবো,

               মনেরও জট খুলবো,

দুলবো  দোলাবো!

 

ক্রোধপরায়ণ মানুষের কোপনপ্রকৃতি

প্রকৃতিকেও নষ্ট করছে,

         হয়ে পড়ছি খড়গহস্ত--

হস্তিও বিলুপ্ত হচ্ছে!

 

কোল  ক্রোড় থেকে ফেলে দিচ্ছি

           মমতা  ভালোবাসা,

টেনে নিচ্ছি অবিশ্বাস  বিশ্বাসঘাতকতা,

             হয়ে উঠছি ফেরেরবাজ!

বাজপাখি হয়ে উড়ি আকাশে!

বাতাসে ছড়িয়ে দিই ক্ষতিকর কার্বন!

 

মানুষের রোষানল--

দমকল জল ঢেলে ঠান্ডা করতে পারছে না!

ঠেঁটাপনায় পরগণায় পরগণায় লুপ্ত হচ্ছে শুভবোধ!

মানুষ ভব্যতা হারাতে হারাতে--

              সভ্যতা হারিয়ে ফেলবে?


1 টি মন্তব্য: