মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সোনালি বেগম-এর কবিতা

স্তূপা


ফোনটাকে স্পর্শ করে করে কথা, কথার

মানুষজন। অপেক্ষমাণ ছড়ানো উঠোন।

তৃষ্ণার্ত দিন হাহাকার শব্দে চৌচির।

সুনামি- বিধ্বংসী লীলাখেলায় এখন 

রেডিও-অ্যাক্‌টিভ রেডিয়েশন ছড়িয়ে পড়ছে

এমনদিনে দিল্লির রোহিণী- জাপানিপার্ক

কিংবা ইন্দ্রপ্রস্থপার্কের বিশ্বশান্তি স্তূপা

উষ্ণতায় গলে গলে জল-মাটি-আকাশ

 

২টি মন্তব্য: