মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রবীন বসু-র কবিতা

মেঘের ঐতিহাসিক বিবরণ 

মেঘের প্রকল্প থেকে বর্ষা নামে এই অতিবাস্তবতা 

অগ্রাহ্য করার কোনো উপায় না থাকলেও প্রায় 

৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশ  

এশিয়ার সংঘর্ষের পর তিব্বত মালভূমির উত্থানের 

সাথে সাথে এশিয়ায় বর্ষা আসে। এইসব ভূতাত্ত্বিক 

গবেষণা এড়িয়ে আমরা এখন বর্ষার প্রতীক্ষায়


আমার দক্ষিণ হস্ত ধরে আছে লাঙলের মুঠি

বাম হস্ত বলদের পিঠেতাকে সান্ত্বনা দিই 

তারা দেবে আমাকে ক্ষুধা দূর করার মন্ত্র, অন্ন

প্রশান্তি সম্পদের গোলাঘরে শুয়ে থাকি আমি।


মেঘের প্রকল্প থেকে যেন শুকনো অ্যাসাইমেন্ট উড়ে

আসে; জলীয়বাষ্পের ভূত হতচ্ছাড়া দশা

উষ্ণ হতে হতে বিশ্ব আজ ভয়ঙ্কর দূষিত উষ্ণায়ন!

রমগিরি পর্বত থেকে কবে যে নামবে বর্ষার মেঘ 

কালিদাস হয়তো জানতেন; এখন আবহবিদরা

একটা অনুমান-নির্ভর অনুমান দেন, কিংবা  

উপগ্রহ-ছবিতে অবস্থান সমীক্ষার নির্ভুল বার্তা!

সে যাইহোক, এখন মেঘ জল বৃষ্টি ফসল অন্নের 

এক ঐতিহাসিক বিবরণ লিপিবদ্ধ হোক কবিতায়!

 

1 টি মন্তব্য:

  1. উত্তরা আধুনিক এই কবিতা সত্যিই একটা নতুন দিক খুলে দেয় যা তরুণ কবিদের যারা ছন্দ হীন কবিতা লিখতে ভালোবাসে তাদের প্রেরণা যোগাবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি কে।🌹🌹

    উত্তরমুছুন