মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আশিস গোপাল-এর কবিতা

স্বপ্ন— কিছু অংশ 

মরু জমা চোখে দেখি বোলতার বাসা
সময় থেমে গেছে কাল রাত্রি থেকে!
ব্যাকুল হৃদয় নিয়ে বসে—
"জন্ম, মৃত্যু" — সে তো প্রকৃতিই জানে।
প্রকৃতি দিয়েছে যা, নিয়েছে: সে তারই দান...

উত্তাল ঢেউয়ে চেপে ফিরে আসে
হারানো এক প্রাণ:
সমুদ্র ক্রমে ফণা তুললে
অশ্ব বাঁধা তরী বয়ে নিয়ে আসে 
এক এক প্রাণ...

নিজেকেই দেখে বারবার 
সে নিজেকেই খোঁজে;
আলো আঁধারে ঘুরে বেড়ায় 
সে নিজেকে না জানে!
বিষাদ আঁধারে হাত বাড়ায় 
কেউ যেন ছুঁয়ে যায়
হাতে দিয়ে যায় জোনাকির দল...

অসম্পূর্ণ জন্মের মাঝে আমি
শুধু তোমাকেই পাই!
প্রত্যেক জন্ম হয়ে উঠে প্রাচীন গ্রন্থমালা;
ঝরা বসন্ত রাগে সমুদ্র স্রোত আঁকা চোখে
ক্লান্ত পাতা ঝরে যায় স্মৃতির আড়ালে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন