বসন্ত জাগ্রত
বসন্ত ক্রমশ তার
লালাভরা মসৃণ বিবরে টেনে নিল
নিমফুলে টুনটুনি পাখি
শিরীষের ডালে ডালে
জোড়া কাঠবেড়ালির
বাসনাবিলাসী ছোটাছুটি
পাপড়িতে স্পন্দমান
পুংকেশরের হাহাকার।
বল্মীকের শীর্ষে দেখো
গভীর গহ্বরে মহাসর্প
ক্রমশ প্রসার্যমাণ
ঋজু হয়, বড়ো হয়ে ওঠে
গিলে নেয়
স্থবিরপ্রতীক মরা ব্যাঙ
কাকের চিক্কণ ঠোঁটে
মৃত ইঁদুরের সাদা অঙ্কদেশ লাল।
হৃদয়ের মূলাধারে
যে বাসনা কুণ্ডলিত ছিল
সাপের বিভঙ্গে জাগরূক
ক্রমশ উপরে উঠে আসে
রং দেয় নিহিত নাগিনী
উপচেতনায়
কতটুকু চিনি তার
মগ্ন প্রাত্যহিকে?
ধন্যবাদ ও শুভকামনা।
উত্তরমুছুন