মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রোশনি ইসলাম-এর কবিতা

চলন্ত


লিফটে করে বেশ উচ্চতায়

             উঠলাম তোমার সাথে।

টাওয়ারের উপর থেকে বেশ

                         অন্তহীন পথঘাট দেখা যাচ্ছে

দিনভর ভ্রমণের পর 

              চলন্ত গাড়িতে বাড়ি ফেরা

 

৭টি মন্তব্য:

  1. বসন্তের উঠুনে মৌসুমি হাওয়া
    উচ্চতার অধিক ডুবে যাচ্ছি
    মৃত্যু অব্দি মোহ
    আর মহামায়া।

    অনেক ভালো লাগলো দিদি।


    উত্তরমুছুন
  2. অনবদ্য প্রকাশ। আমাদের আশা গুলো এভাবেই ফিরে আসে।
    বিন্দুতে সিন্ধু।

    উত্তরমুছুন
  3. ভালো লাগলো লেখাটা পড়ে। অভিনন্দন

    উত্তরমুছুন
  4. সৌমিত্র চক্রবর্তী১৬ জুলাই, ২০২৪ এ ১২:৪৩ PM

    ছোট্ট অথচ মনোগ্রাহী কবিতা 'চলন্ত'।

    উত্তরমুছুন