চলন্ত
লিফটে করে বেশ উচ্চতায়
উঠলাম তোমার সাথে।
টাওয়ারের উপর থেকে বেশ
অন্তহীন পথঘাট দেখা যাচ্ছে…
দিনভর ভ্রমণের পর
চলন্ত গাড়িতে বাড়ি ফেরা
বসন্তের উঠুনে মৌসুমি হাওয়াউচ্চতার অধিক ডুবে যাচ্ছি মৃত্যু অব্দি মোহ আর মহামায়া।অনেক ভালো লাগলো দিদি।
অনবদ্য প্রকাশ। আমাদের আশা গুলো এভাবেই ফিরে আসে। বিন্দুতে সিন্ধু।
ভালো লাগলো লেখাটা পড়ে। অভিনন্দন
সুন্দর লেখা
Khub valo laglo Roshni..
খুব সুন্দর একটা কবিতা। লিফট দেয়।
ছোট্ট অথচ মনোগ্রাহী কবিতা 'চলন্ত'।
বসন্তের উঠুনে মৌসুমি হাওয়া
উত্তরমুছুনউচ্চতার অধিক ডুবে যাচ্ছি
মৃত্যু অব্দি মোহ
আর মহামায়া।
অনেক ভালো লাগলো দিদি।
অনবদ্য প্রকাশ। আমাদের আশা গুলো এভাবেই ফিরে আসে।
উত্তরমুছুনবিন্দুতে সিন্ধু।
ভালো লাগলো লেখাটা পড়ে। অভিনন্দন
উত্তরমুছুনসুন্দর লেখা
উত্তরমুছুনKhub valo laglo Roshni..
উত্তরমুছুনখুব সুন্দর একটা কবিতা। লিফট দেয়।
উত্তরমুছুনছোট্ট অথচ মনোগ্রাহী কবিতা 'চলন্ত'।
উত্তরমুছুন